লালমনিরহাট প্রতিনিধি

  ১৫ মার্চ, ২০১৮

লালমনিরহাটে ৩ জুয়াড়ির কারাদণ্ড

লালমনিরহাটের কালীগঞ্জে চৈত্রি সংক্রান্তির মেলায় ৩ জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রবিউল হাসান। সাজাপ্রাপ্তরা হলেন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের ইদ্রীস আলীর ছেলে রুহুল আমিন(৩২), একই জেলার আদিতমারী উপজেলার জামাইটারী এলাকার জাহেদুল ইসলামের ছেলে শাহীন মিয়া(৩৫) ও কুড়িগ্রাম সদর উপজেলার সওদাগর পাড়ার নাসির উদ্দিনের ছেলে শামীম মিয়া(৩৮)।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, উপজেলার চলবলা ইউনিয়নের বান্দের কুড়া গ্রামে কালীকুড়ায় চৈত্রী সংক্রান্তির মেলা বসে। সেখানে জুয়াড়িরা জুয়ার আসর বসালে থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে আটক করে।

পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আটককৃতরা নিজেদের দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্তদের সন্ধ্যার মধ্যে লালমনিরহাট কারাগারে পাঠানো হবে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কারাদণ্ড,জুয়াড়ি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist