পটুয়াখালী প্রতিনিধি

  ১৪ মার্চ, ২০১৮

পটুয়াখালীতে ভ্রাম্যমান আদালত

খেয়াঘাটে অতিরিক্ত অর্থ আদায়, একজনের কারাদণ্ড

পটুয়াখালীর পায়রা নদীর খেয়া পারাপারে যাত্রীদের কাছ থেকে সরকারের নির্ধারণ করা থেকে অতিরিক্ত অর্থ আদায়, খেয়া ঘাটে মূল্য তালিকা না সাটানো, ইজারার প্রয়োজনীয় কাগজপত্র না প্রদর্শণ ও সরকারী কাজে বাঁধা প্রদান করায় অভিযোগে মো. খোকন মৃধাকে (৪০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বুধবার পটুয়াখালী জেলা সদর ও মির্জাগঞ্জ উপজেলার সংযোগ পায়রা নদীর পূর্বপ্রান্ত পায়রাকুঞ্জ খেয়াঘাট এলাকায় নির্বার্হী ম্যাজিষ্ট্রেট তানিয়া ফেরদৌস অভিজান চালিয়ে এ কারা দন্ডাদেশ প্রদান করেন।

জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিষ্ট্রেট তানিয়া ফেরদৌস বলেন, ‘ভুক্তভূগীদের অভিযোগের ভিত্তিতে পায়রাকুঞ্জ খেয়াঘাটের টোল আদায়কারী মো: খোকন মৃধা কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। খোকন মৃধা পটুয়াখালী শহরের কলাতলা এলাকার হারুন অর রশিদের ছেলে।

পটুয়াখালীর জেলা প্রশাসক ড.মোঃ মাছুমুর রহমান বলেন, ‘মানুষের দূর্ভোগ কিংবা ভোগান্তি সৃষ্টি হচ্ছে এমন সব কর্মকান্ড কোন অবস্থাতেই মেনে নেয়া হবে না। এ ধরনের অভিযোগ পেলে দ্রুত সময়ের মধ্যেই তা সমাধানে জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহন করবে।’

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খেয়াঘাটে অতিরিক্ত অর্থ আদায়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist