reporterঅনলাইন ডেস্ক
  ০৯ মার্চ, ২০১৮

৭ মার্চে যৌন হয়রানির ঘটনায় মামলা

ঢাকায় ৭ মার্চের সমাবেশে যাওয়ার পথে মিছিল থেকে কয়েকজন নারীকে যৌন হয়রানির যেসব অভিযোগ ফেসবুকে প্রকাশিত হয়েছিল তার একটি ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে। বুধবারের অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম। তিনি জানান, বাংলামোটরের ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করেছেন।

আওয়ামী লীগ আয়োজিত ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে যাওয়া একটি মিছিল থেকে শ্লীলতাহানি করা হয়েছে—এমন অভিযোগ করে লেখা ফেসবুকে কয়েকটি পোস্ট ভাইরাল হয়। বিভিন্ন মহল থেকে বিষয়টির নিন্দা আসে।

এরপর গতকাল এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অভিযোগের বিষয়ে ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
৭ মার্চ,যৌন হয়রানি,মামলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist