reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জানুয়ারি, ২০১৮

এবার শাকিব-অপুকে পারিবারিক আদালতে তলব

ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার দাবিদার শাকিব খান ও তার স্ত্রী চিত্র নায়িকা অপু বিশ্বাসকে তলব করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিনএসিসি) পারিবারিক আদালত। অপুকে দেওয়া শাকিবের তালাক নোটিস নিষ্পত্তির জন্য তাদের ডাকা হয়েছে। ডিনএসিসি’র নোটিস অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি সোমবার সকাল ১০টায় অঞ্চল-৩ এরর মহাখালী কার্যালয়ে তাদের দুজনকে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রসঙ্গত ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের গোপনে বিয়ের করেন। আব্রাম খান জয় তাদের একমাত্র ছেলে সন্তান। গত বছর ২২ ডিসেম্বর অপুকে বিচ্ছেদের নোটিস পাঠান শাকিব। বিষয়টি জানার জন্য অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। কোনো কথাও বলতে চাচ্ছি না। আপনার কিছু জানার থাকলে শাকিবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিয়ম অনুযায়ী ডিনএসিসি শাকিব-অপুর ডিভোর্সের ইস্যুটি মীমাংসা করার জন্য আরও দু’বার চিঠি দেবেন। এতেও যদি তারা নিজেদের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পুনরায় সংসার করতে চান তা পারবেন।নয়তো বিচ্ছেদ কার্যকর হয়ে যাবে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পারিবারিক আদালতে,শাকিব-অপু,তলব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist