reporterঅনলাইন ডেস্ক
  ০২ জানুয়ারি, ২০১৮

আজ সুপ্রিম কোর্ট দিবস

আজ ২ জানুয়ারি পালন করা হবে সুপ্রিম কোর্ট দিবস। দিনটি উপলক্ষে সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস ক্লাবে আয়োজিত আলোচনাসভায় রাষ্ট্রপতি আবদুল হামিদ উপস্থিত থাকবেন।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকও উপস্থিত থাকবেন।

ওই আলোচনায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সুপ্রিম কোর্টের সব কর্মকর্তা ও কর্মচারীকে বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র বহন করতে বলা হয়েছে।

প্রতি বছর ১৮ ডিসেম্বর দিবসটি পালনের সিদ্ধান্ত হলেও এবার এ সময়ে অবকাশকালীন ছুটি থাকায় তা ২ জানুয়ারি করা হচ্ছে। গত ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুপ্রিম কোর্ট,অবকাশকালীন ছুটি,আলোচনাসভা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist