reporterঅনলাইন ডেস্ক
  ১২ ডিসেম্বর, ২০১৭

ইয়েমেনে ফের সৌদির বিমান হামলা, নিহত ৩

ইয়েমেনের রাজধানী সানায় আবারও বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সৌদির বিমান হামলায় ৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং দুজন আহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক খবরে জানিয়েছে, মঙ্গলবার ভোরে সানার উত্তরাঞ্চলে আল রাওজাতে এই হামলা চালানো হয়। ক্যাডেট কলেজের পার্শ্ববর্তী আবাসিক ভবনগুলো লক্ষ্য করে সৌদি এই বিমান হামলা চালায়।

এর আগে ইয়েমেনের উত্তরপূর্বাঞ্চল এলাকা রাজাহতে সৌদি দুই বার বিমান হামলা চালিয়েছে।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। সরাসরি আগ্রাসনের কারণে এ পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া, যুদ্ধের কারণে সৃষ্ট কলেরা ও দুর্ভিক্ষে শুধু চলতি বছরেই মারা গেছে ৪০ হাজারের বেশি মানুষ। সম্প্রতি এ তথ্য দিয়েছে ব্রিটিশ এনজিও সেভ দ্য চিলড্রেন ফান্ড।

অন্যদিকে সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক সাক্ষাৎকারে বলেছেন, সৌদি আরবকে এই বোকামিপূর্ণ ও অর্থহীন যুদ্ধ অবিলম্বে বন্ধ করা উচিত। ইয়েমেনের জন্য রাজনৈতিক সমাধানই কাম্য।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইয়েমেন,সৌদি আরব,বিমান হামলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist