reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০১৭

বসনিয়ার ‘কসাই’ খ্যাত ম্লাদিচের যাবজ্জীবন

বসনিয়ার কসাই হিসেবে কুখ্যাত রাতকো ম্লাদিচকে মুসলিম গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছে নেদারল্যান্ডের হেগে অবস্থিত জাতিসংঘ ট্রাইব্যুনাল। বসনিয়া ও হার্জিগোভিনায় গণহত্যা চালানোর দায়ে সাবেক বসনিয়ান সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিটিওয়াই)। বুধবার সাবেক যুগোস্লাভিয়ার যুদ্ধাপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ আদালত 'স্রেবেনিকা গণহত্যায় সরাসরি জড়িত' আখ্যা দিয়ে ৭৪ বছর বয়সী এ জেনারেলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার এ রায় ঘোষণা করেন।

রায়ে ম্লাদিচের নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়ায় গণহত্যা,যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধসহ ১১টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ম্লাদিচের নির্দেশে ১৯৯৫ সালের জুলাই মাসেই অন্তত ৮ হাজার নিরস্ত্র মুসলিম পুরুষ ও বালককে হত্যা করা হয়েছিল।

এছাড়া আরেকটি অভিযোগ হলো, সারায়েভো অবরোধ করে হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল ম্লাদিচের বাহিনী। বসনিয়ার সার্ব নেতা রাদোভান কারাদজিচ ও সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোভোদান মিলোসেভিচের সঙ্গে মিলে ম্লাদিচ ‘বৃহত্তর সার্বিয়া’ প্রতিষ্ঠা করতে মুসলমানদের ওপর গণহত্যার পরিকল্পনা করেছিলেন।

এ গণহত্যার পর ১৯৯৫ সালে কারাদজিচের সঙ্গেই অভিযুক্ত হন ম্লাদিচ; ২০১১ সালে তাকে গ্রেফতার করা হয়। কারদজিচকে ২০১৬ সালে ৪০ বছরের কারাদণ্ড দেয় আইসিটিওয়াই। অন্যদিকে মিলোসেভিচ ২০০৬ সালে বিচার চলাকালে জেলের মধ্যেই মারা যান।

বসনিয়া যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিটিওয়াই বসনিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, মন্টিনেগ্রো ও কসোভোর ১৬১ জনের বিচার করেছে। এর মধ্যে ৮৩ জনই দোষী সাব্যস্ত হয়েছেন, যাদের অধিকাংশই জাতিগতভাবে সার্ব। পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বসনিয়া,মুসলিম গণহত্যা,বসনিয়ায় গণহত্যা,রাতকো ম্লাদিচ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist