reporterঅনলাইন ডেস্ক
  ২০ নভেম্বর, ২০১৭

সৌদির সঙ্গে ইসরাইলের গোপন সম্পর্ক ফাঁস!

সৌদি আরবের সঙ্গে ইসরাইলের গোপন সম্পর্কের কথা ফাঁস করে দিয়েছেন ইসরায়েলের জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিটজ। সম্প্রতি ‘আর্মি রেডিও’ কে দেয়া এক সাক্ষাৎকারে এই গোপন তথ্য ফাঁস করেন। তিনি বলেন, ‘বহু মুসলিম ও আরব দেশের সঙ্গে আমাদের সত্যিকার গোপন সম্পর্ক রয়েছে এবং সাধারণভাবে এ ক্ষেত্রে আমাদের লজ্জিত হওয়ার কিছু নেই। তিনি আরো বলেন, সৌদি আরবই চেয়েছে ইসরায়েলের সঙ্গে তার সম্পর্ককে গোপন রাখতে এবং রিয়াদের এই ইচ্ছা পূরণে তেল আবিবের কোনো সমস্যা ছিল না।’

ইসরায়েলি জ্বালানিমন্ত্রী বলেন, ‘সৌদি আরব হোক বা অন্য কোনো আরব দেশ হোক কিংবা অন্য কোনো মুসলিম দেশ হোক- যখন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক শক্তিশালী হয় তখন তাদের ইচ্ছাকে আমরা সম্মান জানাই। আমরা সে সম্পর্ককে গোপন রাখি।’

সৌদিসহ আরব দেশগুলো কীভাবে ইসরায়েলকে সহযোগিতা করছে তাও সাক্ষাৎকারে তুলে ধরেন স্টেইনিৎজ। তিনি বলেন, ইরানের সঙ্গে পাশ্চাত্যের পরমাণু সমঝোতার বিরুদ্ধে আমরা যখন লড়ছিলাম তখন আধুনিক আরব বিশ্ব আমাদের সহযোগিতা করেছে।

এমনকি এ মুহূর্তে আমরা যখন আমাদের উত্তর সীমান্তে সিরিয়ায় ইরানের সামরিক ঘাঁটি স্থাপনের বিরুদ্ধে বিশ্বকে কাজে লাগানোর চেষ্টা করছি, তখন সুন্নি আরববিশ্ব আমাদের সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন ইসরায়েলের এ মন্ত্রী। =

এর আগে চলতি বছর জুনে প্রকাশিত এক খবরে প্রকাশ, ফিলিস্তিনি ভূমি জবরদখল করে ৬৯ বছর আগে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথমবারের মতো তেল আবিব ও রিয়াদ আনুষ্ঠানিক অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। দ্য টাইমস এ রিপোর্ট প্রকাশ করে।

রিপোর্টে বলা হয়, এই সম্পর্ক হবে ধীরে ধীরে ও ধাপে ধাপে। প্রথমে বিভিন্ন ইসরায়েলি কোম্পানিকে সৌদি আরবে দপ্তর ও শোরুম খোলার অনুমতি দেবে রিয়াদ। এরপর ইসরায়েলের বিমানের জন্য সৌদি আরবের আকাশসীমা খুলে দেয়া হবে। এছাড়াও গত কয়েক মাসে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ইসরায়েল ও সৌদি আরব পূর্ণ মাত্রার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার পরিকল্পনা করছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সৌদিআরব,ইসরাইল,গোপন সম্পর্ক,ফাঁস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist