reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০১৭

নিজ দল থেকে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মুগাবে বহিষ্কার

অবশেষে নিজ দল জানু-পিএফ পার্টি থেকে বহিষ্কার হলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। গত ৩৭ বছর জিম্বাবুয়ের ক্ষমতায় থাকা মুগাবেকে দেশটির প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ প্রক্রিয়ার অংশ হিসেবে ক্ষমতাসীনদের দলীয় প্রধানের পদ থেকে তাকে বহিষ্কার করা হল। দলের একাধিক নেতার বরাত দিয়ে আজ রোববার আন্তর্জাতিক গণমাধ্যম এই খবর জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, তাকে (মুগাবে) বরখাস্ত করা হয়েছে। নানগাওয়া এখন আমাদের নতুন নেতা। আরও ৩ নেতা মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে বরখাস্তের খবর নিশ্চিত করেছেন।

জানু-পিএফ পার্টির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্বের মধ্যে গত বুধবার সেনাবাহিনী জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায়। এরপরই ৯৩ বছরের মুগাবেকে হারারেতে তার বিলাসবহুল ভবন ব্লু রুফ এই গৃহবন্দি করে রাখার খবর আসে। সেনাবাহিনী ও দল থেকে মুগাবেকে পদত্যাগের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেননি সাবেক এই গেরিলা নেতা। পরে তার বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার জানু-পিএফ পার্টির বিশেষ কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকা হয়। ওই বৈঠকে মুগাবেকে সরিয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাওয়াকে দলীয় প্রধান করা হয়।

চলতি মাসের শুরুর দিকে নানগাওয়াকে ভাইস প্রেসিডেন্ট এবং দলীয় পদ থেকে বরখাস্ত করেছিলেন মুগাবে। নানগাওয়াকে একসময় মুগাবের উত্তরসূরী বিবেচনা করা হতো, তাকে বহিষ্কারের পর সে জায়গায় মুগাবের স্ত্রী গ্রেসের নাম চলে আসে দলীয় একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, গ্রেস মুগাবেকেও দলীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বহিষ্কার,প্রেসিডেন্ট মুগাবে,জিম্বাবুয়ে
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist