reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০১৭

রাখাইনে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে : এইচআরডব্লিউ

মিয়ানমারের রাখাইন প্রদেশে মানবতা বিরোধী অপরাধ চালানো হচ্ছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। মঙ্গলবার আলজাজিরা জানায়, সংস্থার ওয়েব সাইটে এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

এতে বলা হয় রাখাইনে নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা মুসলিমদের ওপর গুরুতর নির্যাতন চালাচ্ছে। এদিকে এইচআরডব্লিউ’র লিগ্যাল অ্যান্ড পলিসি ডিরেক্টর জেমস রস সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, নিরাপত্তা বাহিনী নির্মমভাবে আক্রমণ করে রোহিঙ্গাদের বিতাড়িত করছে।

তিনি বলেন, গণহত্যা ও অগ্নিসংযোগ চালিয়ে গ্রাম থেকে বিতাড়িত করা মানবতা বিরোধী অপরাধ।

চলতি মাসের শুরুতেই এইচআরডব্লিউ দাবি করে, স্যাটেলাইট ইমেজে রাখাইনে কয়েকশ ভবন পুড়ে যাওয়ার প্রমাণ দেখা গেছে।

সে সময় তারা জানায়, প্রদেশে বসবাসকারীদের জোড়করে দেশত্যাগ, হত্যা, হত্যা চেষ্টা, ধর্ষণ ছাড়াও যৌন হয়রানি করা হচ্ছে।

রোহিঙ্গারা যাতে বাড়িঘরে ফিরতে না পারে সেজন্যই নিরাপত্তা বাহিনী এগুলো পুড়িয়ে দিয়েছে বলে দাবি করে সংস্থাটি।

এদিকে এই ইস্যুতে আলোচনার জন্য বৃহস্পতিবার বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

আগস্টের শেষ দিকে রাখাইনে নিরাপত্তা বাহিনীর ৩০টি চেক পোস্টে হামলা চালায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নামে একটি জঙ্গি গোষ্ঠী। এরপর রাজ্যটিতে অভিযান চালায় সরকার।

এ অভিযানে ৪০০ জন নিহত হওয়ার কথা দেশটির সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয়। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার দাবি, নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সোনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে এ পর্যন্ত চার লাখ ২৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশের উপকূলে আশ্রয় নিয়েছে বলে দাবি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাখাইন,মানবতাবিরোধী,অপরাধ,এইচআরডব্লিউ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist