reporterঅনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট, ২০১৭

স্পেনে দ্বিতীয় হামলার চেষ্টা নস্যাৎ

স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ক্যামব্রিলস শহরে একই ধরনের আরেকটি হামলা চেষ্টা নস্যাৎ করেছে পুলিশ। সেখানে পুলিশ সন্দেহভাজন পাঁচ হামলাকারীকে হত্যা করেছে।

পুলিশ জানায়, সন্দেহভাজন এই হামলাকারীরা বার্সেলোনার মত ক্যামব্রিলস শহরে ভিড়ের মধ্যে ভ্যান উঠিয়ে দেয়ার পরিকল্পনা করেছিল। তাদের শরীরে বিস্ফোরক বেল্ট বাঁধা ছিলো।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে বার্সেলোনার লাস রামব্লাসে মানুষের ভিড়ে দ্রুতগতির একটি গাড়ি উঠিয়ে দেয়ায় অন্তত ১৩ জন নিহত এবং ৫০ জনের মতো আহত হয়েছেন বলে নিশ্চিত করেন কাতালান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ফর্ন।

একে সন্ত্রাসী হামলা বলছে কাতালান পুলিশ। জঙ্গি দল আইএস এ হামলার দায় স্বীকার করেছে। হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। গত বছর ১৪ জুলাই ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে যোগ দিতে আসা মানুষের ভিড়ে ট্রাক উঠিয়ে ৮৬ জনকে হত্যার এক বছরের মাথায় একই ধরনের এই হামলা হলো।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সন্ত্রাসী হামলা,স্পেন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist