reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুলাই, ২০১৭

১ পরিবারের ১৭ জনের মৃত্যু

গুজরাটে বন্যা : নিহত বেড়ে ১১০

ভারতের গুজরাটে একটি গ্রাম থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর এক পরিবারের ১৭ জনের লাশ পাওয়া গেছে। তারা সবাই বন্যার পানিতে ডুবে মারা গেছে বলে মনে হচ্ছে। আবর্জনাময় কাদার মধ্য থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে, আন্তর্জাতিক এক বার্তাসংস্থাকে বলেছেন পুলিশ পরিদর্শক এবি পারমার।

এদের নিয়ে বন্যায় বুধবার পর্যন্ত রাজ্যটিতে মৃতের সংখ্যা ১১০ জন ছাড়িয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। রাজ্যের বনসকন্ঠ জেলায় এক পরিবারের ওই সদস্যদের মৃতদেহ খুঁজে পাওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন গুজরাট সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা পঙ্কজ কুমার।

বুধবার গুজরাটের রাজ্যের জরুরি পরিস্থিতিবিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে উদ্ধারকর্মীরা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে আরও অন্তত ১২টি লাশ খুঁজে পেয়েছে।

সরকারি হিসাবে বন্যায় রাজ্যটিতে মৃতের সংখ্যা ১১১ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এখনও যারা বিচ্ছিন্ন অবস্থায় আটকা পড়ে আছেন, নৌকা ও হেলিকপ্টার যোগে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মঙ্গলবার হেলিকপ্টার যোগে গুজরাটের বন্যাদুর্গত এলাকাগুলোর পরিস্থিতি ঘুরে দেখেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যেও বন্যা দেখা দিয়েছে। সেখানে বন্যায় অন্তত ৭৫ জনের মৃত্যু হয়েছে এবং লাখো একর জমির ফসল নষ্ট হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গুজরাট,বন্যা,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist