reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুন, ২০১৭

ডিইউপির সঙ্গে বিলিয়ন পাউন্ডের চুক্তি মে'র

নানা সমালোচনা আর টানাপড়েনের মধ্যে অবশেষে ব্রিটেনে একটি সংখ্যালঘু সরকার গঠনের জন্য ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে সমঝোতায় পৌঁছেছে প্রধানমন্ত্রী থেরেসা মে'র কনজারভেটিভ পার্টি। উত্তর আয়ারল্যান্ডের এই দলটির সমর্থন আদায়ের জন্য থেরেসা মে'র দল যে চুক্তি করেছে তাতে আগামী ২ বছরের জন্য ওই এলাকার উন্নয়নে অতিরিক্ত এক বিলিয়ন পাউন্ডের বরাদ্দ দেওয়ার কথা।

বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সময় আজ সোমবার ডাউনিং স্ট্রিটে এ চুক্তি হয়। ৩ পৃষ্ঠার এই চুক্তিতে কনজারভেটিভ পার্টির পক্ষে গ্যাভিন উইরিয়ামসন এবং ডিইউপির পক্ষে জেফরি ডোনাল্ডসন স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে থেরেসা মে'র সরকার ডিইউপির ১০ জন আইন প্রণেতার সমর্থন পাবে। গত ৮ জুনের মধ্যবর্তী নির্বাচনে কনজারভেটিভ পার্টি সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা হারায়।

সংবাদ মাধ্যম ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, লেবার পার্টির নেতা জেরেমি করবিন এই ধরনের চুক্তির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘পরিষ্কারভাবেই এই ধরনের চুক্তি কোনো ধরনের জাতীয় স্বার্থে হয়নি, এটা শুধু থেরেসা মে কে ক্ষমতায় থাকতে সহায়তা করবে।’

চুক্তির পর ডিইউপির নেতা আরলেন ফস্টার গণমাধ্যমকে বলেন, আজকে আমরা সরকার গঠনে সমর্থনের জন্য একটি চুক্তিতে উপনীত হয়েছি। চুক্তিটি বিস্তারিত হয়েছে। এটি উত্তর আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের জন্য ভাল হবে।

থেরেসা মে এই চুক্তিকে একটি ‘ভাল চুক্তি’ উল্লেখ করেছেন। তিনি আশা করেন, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যকার বন্ধন ও মূল্যবোধ রক্ষায় তাঁর সরকার কাজ করবে। চুক্তির যে অতিরিক্ত বরাদ্দের কথা বলা হয়েছে, সেটি উত্তর আয়ারল্যান্ডের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
থেরেসা মে,বিলিয়ন পাউন্ডের চুক্তি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist