reporterঅনলাইন ডেস্ক
  ২১ জুন, ২০১৭

সৌদি রাজতন্ত্রের নতুন উত্তরাধিকার

ভাতিজা মোহাম্মেদ বিন নায়েফকে সরিয়ে নিজের ছেলে মোহাম্মদ বিন সালমানকে সৌদিআরবের নতুন ক্রাউন প্রিন্স করেছেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ। রাজতন্ত্রের দেশ সৌদিআরবে যুবরাজই বাদশার উত্তরসূরি। বুধবার এক ফরমানের মাধ্যমে বাদশা ওই পদে পরিবর্তন আনেন বলে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবর।

এসপিএ জানিয়েছে, সৌদিআরবের সাকসেশন কমিটির ভোটাভুটিতে ৪৩টি ভোটের মধ্যে ৩১টি ভোট পান মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার মধ্যরাতে মক্কার আল সাফা প্রাসাদে সাকসেশন কমিটির ওই বৈঠক হয়। নতুন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (৩২) সৌদিআরবের প্রতিরক্ষামন্ত্রী এবং অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন।

সৌদি বাদশার ডিক্রিতে প্রিন্স আবদুল আজিজ বিন সউদ বিন নাইফকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। আগের ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন নায়েফ এতদিন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপালন করে আসছিলেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোহাম্মদ বিন সালমান,ক্রাউন প্রিন্স,সৌদিআরব
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist