reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মে, ২০১৭

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলি : নিহত ৮

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপির লিংকন কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে স্থানীয় শেরিফের একজন ডেপুটিও রয়েছেন। মিসিসিপির ব্যুরো অব ইনভেস্টিগেশনের মুখপাত্র ওয়ারেন স্টেইন বলেন, শনিবার মধ্যরাতের পর লিংকন কাউন্টির প্রত্যন্ত অঞ্চলের তিনটি আলাদা বাড়িতে গুলির ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রোববার ভোরে ৩৫ বছরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মিসিসিপির গভর্নর ফিল ব্রিয়ান্ত এ ঘটনাকে ‘অনর্থক হত্যাকা-’ বলে বর্ণনা করেন। স্থানীয় গণমাধ্যমে ওই ব্যক্তির নাম কোরি গডবোল্ট বলা হয়। কি কারণে এ হত্যাকা- সে বিষয়ে এখনই নিশ্চিত হয়ে কিছু বলছে না পুলিশ। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ফোনে বন্দুকধারীর হামলার খবর পেয়ে শেরিফ কার্যালয়ের একজন ডেপুটি ঘটনাস্থলে যান। ওই সময় সন্দেহভাজন আটক ‘ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে’। বাকি নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিহত ৮,বন্দুকধারীর গুলি,যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist