reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মে, ২০১৭

ছবিতে ম্যানচেস্টারের কনসার্টে বিস্ফোরণ

ব্রিটেনের ম্যানচেস্টার শহরে একটি কনসার্টে হামলায় ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৫০ জন। পুলিশ একে সন্ত্রাসী হামলা বলে মনে করছে। ম্যানচেস্টার এরিনাতে বিস্ফোরণের পরের কিছু মুহূর্ত উঠে এসেছে ছবিতে—

বিস্ফোরণের পর কনসার্টে উপস্থিত দর্শকরা একে-অপরকে সান্ত্বনা দিচ্ছিলেন।

যেখানে কনসার্ট চলছিল সেই ম্যানচেস্টার এরিনাতে ১৮,০০০ হাজার মানুষের ধারণ ক্ষমতা রয়েছে।

ওই কনসার্টে অনেক অল্প-বয়সী ছেলে-মেয়েরা ছিল। তাদের বের করে নিয়ে আসতে দেখা যায় পুলিশকে।

আহতদের চিকিৎসা দেয়া হচ্ছিল ভিক্টোরিয়া স্টেশনে।

হামলার পর কনসার্ট ভেন্যুর বাইরে পুলিশের সশস্ত্র অবস্থান। পুলিশ একে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে কনসার্টে এই হামলাকে ভয়ংকর হামলা বলে বর্ণনা করেছেন। তিনি নির্বাচনী সব কাজ স্থগিত রেখেছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সন্ত্রাসী হামলা,বিস্ফোরণ,ব্রিটেন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist