reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মার্চ, ২০১৭

হোসনি মুবারক মুক্ত

ক্ষমতাচ্যুত হওয়ার ৬ বছর পর আটকাবস্থা থেকে মুক্তি পেলেন মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক।

দক্ষিণ কায়রোর সামরিক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুবারক বাসায় গেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

২০১১ সালের গণঅভ্যুত্থানের সময় কয়েকশ’ বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ থেকে মুবারককে মিশরের শীর্ষ আপিল আদালত এ মাসের শুরুর দিকে বেকসুর খালাস দেওয়ার পরই তাকে মুক্তির আদেশ দেওয়া হয়।

৮৮ বছর বয়সী মুবারক ১৯৮১ সালে আনোয়ার সাদাত হত্যাকাণ্ডের পর মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন। ২০১১ সালের গণঅভ্যুত্থানের মুখে ওই বছর ফেব্রুয়ারিতেই তিনি ক্ষমতাচ্যুত হন।

২০১৩ সাল থেকে তাকে মাদি সামরিক হাসপাতালে আটকে রাখা হয়েছিল। তোরাহ জেল থেকে জামিন নিয়ে তাকে এ হাসপাতালে রাখা হয়েছিল।

অভ্যুত্থানের দিনগুলোতে মুবারকের নির্দেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে শতশত বিক্ষোভকারী নিহতের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০১২ সালে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে ২০১৫ সালের মে মাসে আরেকটি বিচারে বিচারক তার মুক্তির পক্ষে রায় দেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হোসনি মুবারক,মুক্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist