reporterঅনলাইন ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

গণমাধ্যম অসভ্য : ট্রাম্প

গণমাধ্যমের ওপর রাগ দেখানোটা অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডায় 'ক্যাম্পেইন র‌্যালি অব আমেরিকা' নামে এক অনুষ্ঠানে গণমাধ্যমকে 'অসভ্য' বলে গালি দেন।

তিনি বলেন, গণমাধ্যম কখনও সত্য প্রকাশ করে না। কারণ, তাদের নিজস্ব ইস্যু থাকে। আর সে অনুযায়ীই সংবাদ পরিবেশন করে।

এ সময় ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসাও করেন। পাশাপাশি নিজের নেয়া বিভিন্ন সুদূরপ্রসারী পলিসি ও পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বিখ্যাত বানানোর কথা পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।

গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকেই একের পর এক গণমাধ্যম ও তার কর্মীদের ওপর তোপ দেগে যাচ্ছেন ট্রাম্প। তিনি প্রতিনিয়ত মূলধারার মার্কিন গণমাধ্যমগুলোর সমালোচনা করছেন। নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএনের সাংবাদিকতার মান নিয়ে প্রশ্ন তুলছেন।

দায়িত্ব নেয়ার পরপরই সাংবাদিকতাকে তিনি চরম অসৎ শ্রেণির অন্তর্ভুক্ত পেশা বলে অভিযোগ করেছিলেন। আর সর্বশেষ গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রথম একক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের কড়া সমালোচনা করে ট্রাম্প বলেন, দুর্ভাগ্যজনকভাবে ওয়াশিংটন, নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বেশিরভাগ গণমাধ্যম সাধারণ মানুষের কথা বলে না। তারা সুবিধাভোগীদের পক্ষে কথা বলে।

সাংবাদিক সম্পর্কে তিনি বলেন, সাংবাদিকরা এতটাই অসৎ যে, আমরা যদি গণমাধ্যমের সঙ্গে কথা না বলি তাহলে তারা প্রমাণ করবেন আমরা জনগণের কোনো সেবাই করছি না। সংবাদমাধ্যমের অসততা 'নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে' উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে আরো বলেন, টেলিভিশন ছাড়লে, সংবাদপত্র পড়লে মনে হবে সবকিছুতে বিশৃংখলা চলছে। সূত্র: বিবিসি

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গণমাধ্যম,মার্কিন প্রেসিডেন্ট,ডোনাল্ড ট্রাম্প
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist