reporterঅনলাইন ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

নিলামে হিটলারের ফোন

নিলামঘরের কর্মকর্তারা এই ফোনটিকে বর্ণনা করেছেন গণবিধ্বংসী অস্ত্র হিসাবে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের ব্যবহার করা একটি টেলিফোন এই সপ্তাহান্তে আমেরিকায় নিলামে উঠছে। নাৎসী নেতা হিটলারের নাম খোদাই করা এই ফোনটি পাওয়া গিয়েছিল ১৯৪৫ সালে বার্লিনের একটি বাঙ্কারে।

জার্মান বাহিনী আত্মসমর্পণ করার অল্প কিছুদিন পর সোভিয়েত সৈন্যরা ফোনটি স্মারক হিসাবে তুলে দেয় ব্রিটিশ সেনা কর্মকর্তা সার রাল্ফ রেনারের হাতে।

আলেকজান্ডার হিসটরিকাল অকশন নামে নিলামঘর বলছে ফোনটি নিলাম হবে মেরিল্যান্ডে এবং এর দাম হাঁকা শুরু করা হবে দশ লক্ষ ডলার থেকে।

ফোনটি বিক্রি করছেন সার রাল্ফের ছেলে রানুল্ফ এবং নিলাম কর্মকর্তারা আশা করছেন ফোনটির দাম তিরিশ লাখ ডলার পর্যন্ত উঠবে।

টেলিফোনে খোদাই করা আছে হিটলারের নাম

বার্তাসংস্থা এপি নিলামঘরের কর্মকর্তা বিল পানাগোপুলসকে উদ্ধৃত করে বলেছে, পানাগোপুলস মন্তব্য করেছেন এই ফোনটি ছিল ‘গণবিধ্বংসী একটি অস্ত্র’, কারণ যুদ্ধের সময় এই ফোন ব্যবহার করেই হিটলার যুদ্ধ-সংক্রান্ত নানা নির্দেশ দিয়েছিলেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অ্যাডলফ হিটলার,আমেরিকা,ফোন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist