reporterঅনলাইন ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি, ২০১৭

রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানের সমাপ্তি

রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশে গত অক্টোবর থেকে শুরু হওয়া নির্মম সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে মিয়ানমার। চার মাসব্যাপী এই অভিযানকে জাতিসংঘ মানবতা বিরোধী অপরাধ ও জাতিগত নির্মূলের সমতুল্য বলে মন্তব্য করেছে।

৯ অক্টোবরে বাংলাদেশ সীমান্তের নিকটে হামলায় ৯ জন পুলিশ নিহত হওয়ার পরে এই অভিযান শুরু হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী অভিযান শুরু হওয়ার পরে ৬৯ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের জন্য শান্তিতে নোবেলজয়ী মিয়ানমার নেত্রী অং সান সু কি’র আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে।

অভিযান শুরু হওয়ার পরে ১ হাজার রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক দুই কর্মকর্তা। তবে মিয়ানমার প্রেসিডেন্টের মুখপাত্র সামরিক কমান্ডারদের বরাতে জানিয়েছে, অভিযানে ১০০-রও কম মানুষ নিহত হয়েছে।

সু কির দল এনএলডি নেতৃত্বাধীন মিয়ানমার সরকার রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে পরিচালিত গণহত্যা, গণ ধর্ষণ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে এসেছে। বরং বার বার তারা দাবি করে এসেছে অভিযান পরিচালিত হয়েছে জঙ্গিবাদবিরোধী আইনে।

মিয়ানমারে নবনিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাউং তুনকে উদ্ধৃত করে স্টেট কাউন্সেলর কার্যালয় থেকে বুধবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রাখাইনে পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল হয়েছে। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শেষ হয়েছে। কারফিউ শিথিল করা হয়েছে এবং শান্তি রক্ষার্থে কেবল পুলিশ নিয়োজিত রাখা হয়েছে।

মিয়ানমার প্রেসিডেন্ট কার্যালয়ের দুই কর্মকর্তা ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা রাখাইন অভিযানের পরিসমাপ্তি নিশ্চিত করেছে। তবে শান্তি ও নিরাপত্তা রক্ষা করতে সেনাবাহিনী নিয়োজিত আছে বলে তারা জানিয়েছেন।

পিডেএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রা্খাইন,সেনা অভিযান,মিয়ানমার,সমাপ্ত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist