reporterঅনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট, ২০২০

ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ২০

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে একটি গবাদি পশুর বাজারে এই হামলা চালানো হয়।

বুরকিনা ফাসো সরকার জানিয়েছে, ফাদা এন'গৌরমা রাজ্যে হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। অপরাধীদের খুঁজে বের করতে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। খবর আল জাজিরার

শুক্রবার এক বিবৃতিতে রাজ্যটির গভর্নর কর্নেল সাইদৌ সানৌ বলেন, অজ্ঞাত বন্দুকধারীরা ফাদা এন'গৌরমার নামৌনগৌ গ্রামে একটি গবাদি পশুর বাজারের লোকজনের ওপর হামলা চালায়।

তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

এর আগে, মে মাসে পূর্বাঞ্চলীয় কমপিয়েংগা গ্রামের এক গবাদি পশুর বাজারে হামলা চালায় বন্দুকধারীরা। এতে কমপক্ষে ২৫ জন নিহত হন।

২০১৭ সাল থেকেই বুরকিনা ফাসোতো আল কায়েদা এবং জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী প্রায়ই হামলা চালিয়ে আসছে।

গত ৫ বছরে এ ধরনের হামলায় ৯ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ৮ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পশ্চিম আফ্রিকা,বন্দুকধারী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close