কলকাতা প্রতিনিধি

  ১১ জুলাই, ২০২০

ভারতে করোনা আক্রান্ত ৮ লাখ ছাড়ালো

কলকাতার ইডেনে চিকিৎসার প্রস্তুতি

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা আট লাখ ছাড়াল। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যাটা বাড়ছে। শনিবার তা পৌঁছে গেল ২৭ হাজারের ঘরে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১১৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। যা এখনও পর্যন্ত সর্বাধিক। একদিনে এত সংখ্যক মানুষ এর আগে সংক্রমিত হননি। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা আট লাখ ২০ হাজার ৯১৬ জন।

আক্রান্ত বৃদ্ধির পাশাপাশি দেশে করোনার জেরে মৃত্যুও ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২৪ ঘণ্টায় দেশে ৫১৯ জনের প্রাণ কেড়েছে করোনা।এ নিয়ে দেশে মৃত্যু হলো ২২ হাজার ১২৩ জনের।

এদিকে করোনা থেকে রক্ষা পেতে চিকিৎসকদের পরামর্শ মতো অতি সঙ্কটজনক কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে চর্মরোগ সোরিয়াসিসের চিকিৎসায় ব্যবহৃত ড্রাগ ইটোলিজুমাব ব্যবহারের অনুমতি দিল ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভোগা করোনা রোগীদের চিকিৎসায় জরুরি অবস্থায় এই ওষুধের পরিমিত ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।

অন্যদিকে করোনা পরিস্থিতিতে শহরের বিখ্যাত ইডেন গার্ডেন্সেও এবার কোয়ারান্টাইন সেন্টার গড়ে তোলার জন্যে কলকাতা পুলিশকে অনুমতি দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সিএবির তরফ থেকে জানানো হয়েছে, ক্রিকেট ময়দানের কয়েকটি গ্যালারির নিচের এলাকাকে আপাতভাবে কলকাতা পুলিশ কর্মীদের কোয়ারান্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করা যেতে পারে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,করোনা আক্রান্ত,কলকাতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close