reporterঅনলাইন ডেস্ক
  ০৪ জুলাই, ২০২০

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত ৫৩ হাজার

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে একদিনে ৫৩ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে। শুক্রবার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা যায়, যুক্তরাষ্ট্রে একদিনে সংক্রমণের হিসেবে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

করোনায় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৮ লাখ ৯০ হাজার ৫৮৮ জন করোনা আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ৩২ হাজার ১০১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ লাখ ৩৫ হাজার ৪৮৮ জন।

চীনের উহান শহরে গত বছর ডিসেম্বর থেকে দেখা যাওয়া এই নতুন ভাইরাস মূলত ফুসফুসে বড় ধরনের সংক্রমণ ঘটায়। জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষ্মণ। নতুন ভাইরাসটির জেনেটিক কোড বিশ্লেষণ করে দেখা গেছে এটি অনেকটাই সার্স ভাইরাসের মতো। এখনও পর্যন্ত এ ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুক্তরাষ্ট্র,করোনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close