পার্থ মুখোপাধ্যায়, কলকাতা

  ০৩ জুলাই, ২০২০

ভারতে দুষ্কৃতির গুলিতে ৮ পুলিশ সদস্যের মৃত্যু

দুষ্কৃতিদের গ্রেফতার করতে গুলিযুদ্ধে ভারতের কানপুরের ডেপুটি পুলিশ সুপারসহিআট কর্মীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও চারজন পুলিশ সদস্য।

পুলিশ সূত্রে খবর, ডিক্রু গ্রামে বিকাশ দুবে নামে কুখ্যাত দুষ্কৃতির লুকিয়ে থাকার খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ তল্লাশি অভিযান চালায় পুলিশ। ডেপুটি সুপার দেবেন্দ্র কুমার মিশ্রের নেতৃত্বে পুলিশের তল্লাশি অভিযানের মধ্যেই একটি বাড়ির ছাদ থেকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে দুষ্কৃতিরা। পাল্টা জবাব দেয় পুলিশও।

দুপক্ষের সংঘর্ষের মধ্যেই গুলিবিদ্ধ হন পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই আট পুলিশ সদস্যের। এর মধ্যেই আরও বাহিনী পৌঁছয়। তবে, শেষ পর্যন্ত দুষ্কৃতিদের ধরা সম্ভব হয়নি।

পলাতক দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। সিল করে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের সমস্ত সীমান্ত।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুষ্কৃতি,গুলিতে মৃত্যু,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close