কলকাতা প্রতিনিধি

  ০৪ জুন, ২০২০

ভারতে করোনা রেকর্ড ছাড়াচ্ছে, আক্রান্ত প্রতিরক্ষা সচিব

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ন’হাজার ৩০৪ জন। এখনও পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এই নিয়ে দেশে মোট কোভিড আক্রান্ত রোগী দু’লক্ষ ১৬ হাজার ৯১৯। উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যা বৃদ্ধিতেও।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬০ জনের। এই নিয়ে সারাদেশে মোট মৃত্যু হয়েছে ছ’হাজার ৭৫ জনের। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে দু’হাজার ৫৮৭ জনের। মৃতের সংখ্যার নিরিখে এর পর রয়েছে গুজরাট, দিল্লি, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ , রাজস্থান, তামিলনাড়ুর মতো রাজ্য। আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র বরাবরই শীর্ষে। সে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪,৮৬০ জন। এরপর ক্রমান্বয়ে রয়েছে দিল্লি, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, আসামের মতো রাজ্য। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫০৮ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, রাজ্যে মৃত্যু হয়েছে ৩৪৫ জনের। যদিও রাজ্য স্বাস্থ্য দফতরের হিসেবে ২৭৩ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত কিন্তু অন্য কারণে অর্থাৎ কো-মর্বিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের।

করোনা আক্রান্ত হয়েছেন প্রতিরক্ষাসচিব অজয় কুমার। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বেশ কিছুদিন ধরেই হালকা জ্বরে ভুগছিলেন। নিজে থেকেই সম্প্রতি করোনা পরীক্ষা করিয়েছিলেন।

প্রসঙ্গত, অজয় কুমারই প্রথম কেন্দ্রীয় আমলা, যিনি করোনা আক্রান্ত হলেন। জানা গেছে, সম্প্রতি অজয় কুমারের সংস্পর্শে কারা এসেছিলেন, তা খোঁজ নিয়ে দেখছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিশেষত, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং নিরাপত্তা বাহিনীর তিন প্রধানের সঙ্গে অজয় কুমারের সাম্প্রতিক কোনও সাক্ষাৎ হয়েছিল কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

বুধবার অফিসে দেখা যায়নি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। জানা গেছে, সচিবের করোনার খবরের পরই অফিস যাননি কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। প্রসঙ্গত, প্রতিরক্ষাসচিবের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান, নৌসেনা প্রধানের মতো গুরুত্বপূর্ণ অফিস রয়েছে ওই একতলাতেই। জানা গেছে, কয়লা মন্ত্রকের এক আধিকারিক সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন। সম্প্রতি দিল্লির শাস্ত্রী ভবনে বেশ কয়েকজন সরকারি আধিকারিক করোনা আক্রান্ত হন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রতিরক্ষা সচিব,ভারত,করোনা আক্রান্ত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close