কলকাতা প্রতিনিধি

  ০১ জুন, ২০২০

বিশ্বে আক্রান্তে ৭ নম্বরে ভারত

একদিনে ৮ হাজারেরও বেশি কোভিডে সংক্রমিত হওয়ায় আক্রান্তের সংখ্যায় ফ্রান্সকে ছাপিয়ে বিশ্বে ৭ নম্বরে চলে এসেছে ভারত। রোববার রাত পর্যন্ত সংক্রমণের সংখ্যা ছিল ১ লাখ ৮৮ হাজার ৮৮৩। সোমবার সকালে ফের ৮ হাজার ৩৯২ জন নতুন করে সংক্রমিত হওয়ায় আক্রান্ত বেড়ে হয়েছে ১ লাখ ৯০ হাজার ৫৩৫।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ২৩০ জন করোনায় বলি হয়েছেন। ফলে, দেশে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৯৪ জনের। পাশাপাশি এক্টিভ রোগীর সংখ্যা রয়েছে ৯৩ হাজার ৩২২। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ৯১ হাজার ৮১৯ জন।

পরিসংখ্যান অনুযায়ী রোববার সুস্থতার হার ছিল ৪৭.৭৬ শতাংশ, সোমবার তা বেড়ে হয়েছে ৪৮.১৯ শতাংশ। এখনও পর্যন্ত সংক্রমিত ও মৃত্যু সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এ রাজ্যে মৃত্যু হয়েছে ২২৮৬ জনের। ভারতের মোট মৃত্যুর ৪২.৩৮ শতাংশই মহারাষ্ট্রে হয়েছে। অন্যান্য রাজ্যগুলির মধ্যে গুজরাটে ১০৩৮, দিল্লিতে ৪৭৩ এবং তামিলনাড়ুতে ১৭৩ জন করোনায় প্রাণ হারিয়েছেন।

গোটা দেশের মধ্যে কোভিডে ৭৩.০৪ শতাংশ মৃত্যুই এই চার রাজ্যে হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই সোমবার থেকে দেশে শুরু হয়েছে পঞ্চম দফার লকডাউন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা,ভারত,সংক্রমণ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close