reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০২০

এবার লকডাউন প্রত্যাহার ফিলিস্তিনে

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সরকার। করোনা আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ।

তিনি জানান, মঙ্গলবার থেকে ইসরাইলের অধিকৃত পশ্চিম তীরসহ ফিলিস্তিন ভূখণ্ডে দোকানপাট এবং সকল ব্যবসা বাণিজ্য স্বাভাবিক উপায়ে চলবে।

এছাড়া ঈদের ছুটির পর বুধবার থেকে ফিলিস্তিনে সকল সরকারি অফিসও খুলে দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, সামাজিক দূরত্ব মেনে সকল মসজিদ, গির্জা, পার্ক খোলা রাখা যাবে। আর গণপরিবহন এবং রেস্টুরেন্ট শিগগিরই খুলে দেওয়া হবে।

ওয়ার্ল্ডওমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, ফিলিস্তিনে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪২৩ জন। মারা গেছেন তিনজন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা,লকডাউন প্রত্যাহার,ফিলিস্তিন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close