পার্থ মুখোপাধ্যায়, কলকাতা

  ২১ মে, ২০২০

পশ্চিমবঙ্গে আম্পান, কলকাতায় আসছেন মোদি

পশ্চিমবঙ্গে আম্পান তাণ্ডবের সাক্ষী থাকতে শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই আকাশপথে দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনার আম্পান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার বাংলাকে সমস্তরকম সাহায্য করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান যে আম্পান তাণ্ডবের জেরে বিধ্বস্ত বাংলার পাশে রয়েছে গোটা দেশ। টুইট করে জানান, পশ্চিমবঙ্গের অনেক ছবি দেখেছেন।ঘূর্ণিঝড় আমপান বাংলার প্রচুর ক্ষতি করেছে। সারা দেশ বাংলার মানুষের জন্য প্রার্থনা করছে। যথাসাধ্য চেষ্টা করবেন যাতে বাংলা স্বাভাবিক ছন্দে ফিরে আসে। আরেকটি টুইট করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় বিপর্যয় মোকাবিলাবাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে। প্রশাসনের শীর্ষস্থানীয় অফিসাররা পরিস্থিতির ওপরে নজর রাখছেন। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে কেন্দ্রীয় সরকার। এর পরই রাতে জানিয়ে দেওয়া হয়, রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পশ্চিমবঙ্গ,আম্পান,মোদি,কলকাতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close