reporterঅনলাইন ডেস্ক
  ২১ মে, ২০২০

মালিতে সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত

মালির দক্ষিণে বাস ও লরির মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২০ জন নিহত এবং ১১ জন মারাত্মকভাবে আহত হয়েছে। বুধবার দেশটির পরিবহন মন্ত্রণালয় এ কথা জানায়। খবর এএফপির।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গিনি সীমান্তবর্তী নরানা শহরের সাথে রাজধানী বামাকোর প্রধান সংযোগ সড়কে মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজধানীর হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, লরিটির মাত্রাতিরিক্ত গতি এবং কারিগরি ত্রুটি এ দুর্ঘটনার সম্ভাব্য কারণ ছিল বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, দুর্বল ব্যবস্থাপনার কারণে মালিতে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। আর এটি দেশটির সামাজিক অস্থিরতার অন্যতম কারণ। ক্রমেই বিস্তার লাভ করা করোনাভাইরাস মোকাবেলার পাশাপাশি মালি জিহাদি বিদ্রোহীদের দমনে লড়াই করে যাচ্ছে।

২০১২ সালে দেশটির উত্তরাঞ্চলে প্রথম জিহাদিরা ঘাঁটি গাড়ে। এ সংঘাতে হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশের মধ্যাঞ্চল এবং পার্শ্ববর্তী দেশ বুরকিনা ফাসো ও নাইজারে এ সংঘাত ছড়িয়ে পড়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সড়ক দুর্ঘটনা,মালি,বাস ও লরি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close