reporterঅনলাইন ডেস্ক
  ১২ এপ্রিল, ২০২০

ডিসেম্বরের আগে খুলছে না নিউইয়র্কের স্কুল!

আগামী ডিসেম্বর পর্যন্ত আর খুলবে না নিউইয়র্কের স্কুল! করোনাভাইরাস মহামারির কারণে চলতি বছরের বাকি সময়জুড়ে সব সরকারি স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নিউইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্লাসিও।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সিটি মেয়র বলেন, শিক্ষাবর্ষের বাকি সময়টা স্কুল ফের চালু করতে না পারা কষ্টদায়ক, তবে এই সময় এটাই সঠিক কাজ। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

গত ১৬ মার্চ থেকে স্কুল বন্ধ ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের কেন্দ্রস্থল নিউইয়র্ক সিটিতে। ওই নির্দেশনা অনুসারে ২০ এপ্রিল স্কুলগুলো ফের খোলার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ সিদ্ধান্ত একবারেই অবাস্তব হবে বলে জানিয়েছেন মেয়র ব্লাসিও।

তবে মেয়রের স্কুল বন্ধ রাখার এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, এখনও এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।

কুয়োমো বলেন, মেট্রোপলিটনের অন্য এলাকার সঙ্গে সমন্বয় না করেই মেয়র ব্লাসিও একতরফাভাবে স্কুল বন্ধ করতে পারেন না। এজন্য বাকিদের সঙ্গে সিটির স্কুলগুলোও খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্কুল,নিউইয়র্ক,করোনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close