পার্থ মুখোপাধ্যায়

  ৩০ মার্চ, ২০২০

ভারতে লকডাউনের মেয়াদ এখনই বাড়ছে না

করোনা সংক্রমণ রুখতে ভারতজুড়ে ২১ দিনের লকডাউন চলছে

২১ দিনের লকডাউনের মেয়াদ বাড়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, লকডাউনের মেয়াদ বাড়তে পারে এমন গুজব বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়েছে। এই খবরের কোনও ভিত্তি নেই। লকডাউন পর্বকে আরও বেশ কিছুদিনের জন্যে বাড়ানো হতে পারে এই ধরণের সমস্ত জল্পনা ভিত্তিহীন।

মন্ত্রিপরিষদের সচিব এই ধরণের কোনও খবরের সত্যতা অস্বীকার করেছেন এবং জানিয়ে দিয়েছেন যে, এই ধরণের রটনা পুরোপুরি ভিত্তিহীন। সোমবার জানিয়েছে সরকারি সংবাদ মুখপাত্র প্রেস ইনফরমেশন ব্যুরো।

এদিকে সংবাদ সংস্থা জানিয়েছে, মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবাও সোমবার সকালে এই জাতীয় সমস্ত রকমের জল্পনা উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, আপাতত লকডাউনের মেয়াদ বাড়ানোর কোনও পরিকল্পনা নেই।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি চলবে। প্রধানমন্ত্রী মোদি স্বয়ং দেশবাসীকে হাতজোড় করে এই কদিন ঘরে থাকার অনুরোধ করেছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লকডাউন,গুজব,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close