reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মার্চ, ২০২০

ইতালি ও স্পেনে একদিনে মারা গেল ১৪২৩

করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতে গত ২৪ ঘণ্টায় এই রোগে মৃতের সংখ্যা বিগত দুই দিনের তুলনায় বেড়েছে। তবে নতুন রোগী বৃদ্ধির হার কমেছে।

মঙ্গলবার ৭৪৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে ইতালির বেসামরিক সুরক্ষা সংস্থা। তাদের নিয়ে এই রোগে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮২০ জনে।

ইতালির কর্মকর্তারা মঙ্গলবার নতুন করে তিন হাজার ৬১২ জনের করোনাভাইরাস ধরা পড়ার কথা জানিয়েছে।

ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৭৬ জন। এদের মধ্যে মঙ্গলবার নাগাদ আট হাজার ৩২৬ জন পুরোপুরি সেরে উঠেছেন। এখন আইসিইউতে আছেন তিন হাজার ৩৯৬ জন।

এদিকে, মহামারী করোনায় বিপর্যস্ত স্পেনে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেল আরও ৬৮০ জন।

এ নিয়ে করোনায় দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯৯১ জনে। এ ছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯২২ জন।

ফলে এ পর্যন্ত স্পেনে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭৯৪ জন।

বর্তমানে ৩৫ হাজার ২৭৩ জন আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩২ হাজার ৬৩৭ জনের অবস্থা সাধারণ। বাকি ২ হাজার ৬৩৬ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকংশই আইসিইউতে রয়েছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতালি,স্পেনে,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close