reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মার্চ, ২০২০

করোনাভাইরাস

ইতালিতে আরও ৬৫১ মৃত্যু, যুক্তরাষ্ট্রে ১১২

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছেই। দেশটিত রোববার একদিনে নতুন করে আরও ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়ালো।

আলজাজিরা ইতালির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রোববারের এক প্রতিবেদন জানিয়েছে, দেশটিতে একদিনে মৃত্যুর সংখ্যা ১৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে ইতালিতে করোনায় প্রাণ হারালেন ৫ হাজার ৪৭৬ জন। চীনে সংখ্যাটা ৩ হাজার ২৬১।

এর আগে শনিবার ইতালিতে রেকর্ড ৭৯৩ জনের প্রাণহানি ঘটে। তবে রোববার অবশ্য করোনা প্রাদুর্ভাবের নতুন কেন্দ্রস্থল ইউরোপের এই দেশটিতে আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে। শনিবারের ৫৫ হাজার ৫৭৮ এর তুলনায় রোববার মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৫৯ হাজার ১৩৮।

এদিকে, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১১২ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। যুক্তরাষ্ট্রে এখন করোনায় মৃত্যুর সংখ্যা ৪১৪ জন। সবচেয়ে বেশি বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক।

গত একদিনে আরও ৮ হাজার ১৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৩৫৬ জনে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতালি,যুক্তরাষ্ট্র,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close