reporterঅনলাইন ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি, ২০২০

সাময়িকভাবে স্থগিত ওমরা ভিসা

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওমরা পালনের জন্য প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব।

বৃহস্পতিবার সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য দেয়।

বিবৃতিতে সৌদি জানায়, সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওমরা পালনের জন্য দেশটিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আর ওমরা পালনের পর বেশির ভাগ মুসল্লিই মসজিদে নববীতে যান। তাই সেখানে প্রবেশের ক্ষেত্রেও এই সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

জানা যায়, প্রতিবছর ওমরা পালনের জন্য পুরো বিশ্ব থেকে প্রায় ৭০ লাখ মুসল্লি সৌদিতে যান। এর বেশিরভাগই জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,ওমরা,সৌদি আরব
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close