reporterঅনলাইন ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি, ২০২০

করোনাভাইরাস : মৃত্যু ২ হাজার ছাড়ালো

প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে নতুন করে আরও ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার চারজনে দাঁড়ালো। দেশটির স্বাস্থ্য কমিশন মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু হুবেই প্রদেশেই অন্তত ১৩২ জনের মৃত্যু হয়। এবং এই ভাইরাসে নতুন করে ১ হাজার ৭শ ৪৮ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে হুবেই প্রদেশেরই ১ হাজার ৬শ ৯৩ জন। এতে করে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ১৮৫ জনে দাঁড়ালো।

চীনের বাইরে প্রায় ৩০টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে তাইওয়ান, ফ্রান্স, হংকং, ফিলিপাইন এবং জাপানে পাঁচজন মারা গেছেন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,চীন,উহান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close