পার্থ মুখোপাধ্যায়

  ১৩ ফেব্রুয়ারি, ২০২০

কেজরির শপথে যাচ্ছেন মমতা

রোববার দিল্লির রামলীলা ময়দানের মঞ্চেই তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ একইসঙ্গে শপথ নেবেন তার মন্ত্রিসভার সদস্যরাও৷

এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপ-এর তরফে বিশেষ আমন্ত্রণ জানানো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ একইসঙ্গে বিশেষ আমন্ত্রণ জানানো হতে পারে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে৷

শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য ইতোমধ্যেই প্রাথমিক সম্মতি দিয়ে দিয়েছেন মমতা৷ শপথ গ্রহণে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে বিজেপি ও কংগ্রেসকেও৷ গতবার বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হর্ষবর্ধন নিজেই গিয়েছিলেন কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে৷

এর আগে ২০১৫ সালে এই রামলীলা ময়দানেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল৷ খবর, নিজের পুরোনো মন্ত্রিসভাকে অটুট রাখতে চলেছেন কেজরিওয়াল৷ গত বারের মতো এবারেও দিল্লি সরকারে দেখা যাবে সাতজন মন্ত্রীকে, যারা আগের বারও আপ সরকারের ক্যাবিনেটের সদস্য ছিলেন৷

দিল্লিতে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে নবনির্বাচিত বিধায়কদের এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন কেজরিওয়াল৷ এরপরেই আপ নেতা মণীশ সিসোদিয়া জানিয়েছেন, রোববার ১৬ ফেব্রুয়ারি রামলীলা ময়দানে সকাল ১০টার সময়ে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন অরবিন্দ কেজরিওয়াল৷

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কেজরিওয়াল,শপথ,মমতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close