reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০২০

জ্যামাইকা-কিউবায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

জ্যামাইকা ও কিউবা সীমান্তে ৭ দশমিক ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি এবং ভারতের গণমাধ্যম ওয়ানইন্ডিয়া এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর দুইটার দিকে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জ্যামাইকা ও কিউবার মাঝামাঝি অঞ্চলে। এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এতে জ্যামাইকা, কিউবা থেকে শুরু করে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামি পর্যন্ত বিশাল একটি এলাকা কেঁপে উঠে। ফ্লোরিডা, কেম্যান দ্বীপ, কিউবা মেক্সিকোসহ একাধিক জায়গায় এই কম্পন অনুভূত হয়। অবশ্য এই ভূমিকম্পের ফলে এখনও কোনও জায়গা থেকে হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে বেশকিছু বিপুল পরিমাণ জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ ফ্লোরিডায় একাধিক ভবন ভেঙে পড়েছে এবং এখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

সাম্প্রতিককালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানা সবচেয়ে বড় ধরনের ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। ১৯৪৬ সালের পর এই দ্বীপপুঞ্জে এমন ভূমিকম্প আর আঘাত হানেনি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভূমিকম্প,জ্যামেইকা,কিউবা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close