reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি, ২০২০

ট্রাম্পের অভিশংসনের জন্য সিনেটরদের শপথ

ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের জন্য ১০০ জন সিনেটর শপথ নিয়েছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার শুরু করতে বৃহস্পতিবার শপথ নিয়েছেন ১০০ জন সিনেটর। নিরপেক্ষ বিচারের লক্ষ্যে ১০০ জন সিনেটরকে জুরি হিসেবে শপথ বাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস।

শুক্রবার বিবিসির খবরে জানানো হয়, এই সিনেটররা সিদ্ধান্ত নেবেন ট্রাম্পকে অভিশংসন করা হবে কি হবে না। ২১ জানুয়ারি এ বিচার শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। এরপরই তা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য উচ্চকক্ষ সিনেটে ওঠে।

শপথের পর রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যাককনেল বিচারপূর্ব প্রক্রিয়া মুলতবি করেন এবং আগামী মঙ্গলবার বিচার শুরুর ঘোষণা দেন।

ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধা দেওয়ার দুটি অভিযোগ আনা হয়েছে। তবে ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করেছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শপথ,যুক্তরাষ্ট্র,ডোনাল্ড ট্রাম্প
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close