পার্থ মুখোপাধ্যায়

  ১১ ডিসেম্বর, ২০১৯

নাগরিকত্ব : রাজ্যসভায় বিজেপির পরীক্ষা

আজ বুধবার রাজ্যসভায় পেশ হচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল৷ ইতোমধ্যেই লোকসভায় পাশ হওয়া এই বিলটি রাজ্যসভায় পেশ করা হবে দুপুর দুটো নাগাদ৷ তারপরে ছ’ঘণ্টা ধরে চলবে বিলটি নিয়ে বিতর্ক৷ এরপরে বিল পাশ নিয়ে হতে পারে ভোটাভুটি৷

বিরোধী শিবিরের অবস্থান খুব স্পষ্ট৷ তাদের মতে, নাগরিকত্ব বিল হল সংখ্যাধিক্যের সঙ্গে নৈতিকতার লড়াই৷ একেবারে শেষ মুহূর্তে বড় রকমের কোনও পরিবর্তন না হলে শিবসেনা রাজ্যসভার সম্ভাব্য ভোটাভুটিতে সরকারের বিরুদ্ধে ভোট দেবে বলে দাবি করেছেন এক বর্ষীয়ান বিরোধী নেতা৷

তবে সংখ্যাতত্ত্ব ও ফ্লোর ম্যানেজমেন্ট কৌশলে রাজ্যসভায় সরকারকে প্রতিহত করা সম্ভব নয় জেনেই বিলের বিরুদ্ধে তাদের আদর্শগত লড়াইকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছেন বিরোধীরা৷ কেমন হবে লড়াই জানাতে রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও’ব্রায়েন প্রতীকী জবাব দিয়েছেন। বলেছেন, বিল পাশ করার আগে অনেক রক্ত ঝরাবেন।

সূত্রের খবর, রাজ্যসভায় সংখ্যার নিরিখে তাদের হার নিশ্চিত বুঝে বিরোধী শিবিরের তরফে নাগরিকত্ব সংশোধনী বিলটিকে প্রত্যাহারের পরিবর্তে সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দেওয়া হতে পারে৷ রাজ্যসভায় সংখ্যাতত্ত্বে ভোটাভুটি হলে সরকার পক্ষ পেতে পারে ১৩১টি ভোট৷ অন্যদিকে বিরোধীরা পেতে পারে ১০৯টি ভোট৷ শেষ মুহূর্তের রদবদলে এই সংখ্যার হেরফের হলেও তা সরকারকে বিপাকে ফেলার জন্য যথেষ্ট নয়৷

২৪৫টি আসনের রাজ্যসভায় ৫টি আসন খালি৷ ফলে ২৪০টি আসনের মধ্যে ১২১টি ভোট পেলেই সরকারের জয় নিশ্চিত৷ এটা বুঝেই বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দিতে পারে বিরোধী শিবির৷ তবে এই প্রস্তাব গৃহীত হওয়ার সম্ভাবনা খুবই কম৷ কারণ লোকসভায় বিলটি পাশ করানোর পরে রাজ্যসভাতেও বিল পাশ করাতে মরিয়া সরকার৷ আগে একবার বিল আটকে গিয়েছে রাজ্যসভায়৷ তারপরেই সরকারের এই অনড় অবস্থান৷

অন্যদিকে, নাগরিকত্ব বিলের বিরোধিতায় বুধবারও উত্তাল হতে পারে আসামসহ উত্তরপূর্ব ভারত। মঙ্গলবার ছিল নর্থ ইস্ট স্টুডেন্টস অরগানাইজেশেনের ডাকা বনধ। বুধবারও অন্যান্য বেশ কয়েকটি সংগঠন বনধ ডেকেছে। মঙ্গলবারই রাস্তা অবরোধ করে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে জনতা। বুধবারও তার পুনরাবৃত্তি হতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে আসামের লখিমপুর, তিনসুকিয়া, ডিব্রুগড়, সোনিতপুর জেলায় ১৪৪ ধারা জারি রেখেছে আসাম সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বনধ। বিভিন্ন জায়গায় বিলের বিরোধিতায় চলছে মিছিল। উত্তরপূর্বের রাজ্যগুলির পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক ট্রেন বাতিল করেছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেল।

লোকসভায় পাস হয়ে যাওয়ার পর রাজ্যসভায় আনা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল। এ রকম এক পরিস্থিতিতে ত্রিপুরা, আসাসহ গোটা উত্তরপূর্বেই বিক্ষোভ চলছে সরকারের বিরুদ্ধে। মঙ্গলবারই আসামের সঙ্গে ত্রিপুরাতেও নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে যায়। পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ করে দিয়েছে ত্রিপুরার বিপ্লব দেব সরকার। ত্রিপুরাকে ওই বিলের আওতা থেকে বাইরে রাখার দাবিতে আগরতলায় বিক্ষোভ দেখিয়েছে জনতা। ধলাই জেলায় একটি বাজারে আগুন লাগিয়ে দেয় জনতা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পরীক্ষা,নাগরিকত্ব,রাজ্যসভা,বিজেপি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close