reporterঅনলাইন ডেস্ক
  ১৭ নভেম্বর, ২০১৯

সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ১৮

সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ বেসামরিক নিহত হয়েছে। এছাড়া আরো কমপক্ষে ২৭ জন আহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলীয় সীমান্তের আল বাব শহরে ওই হামলা চালানো হয়েছে।

এক টুইট বার্তায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি বাস টার্মিনালে শনিবার হামলা চালানো হয়েছে। সে সময় নিহতের সংখ্যা ৯ এবং আরো ১৫ জন আহত হয়েছে বলে জানানো হয়।

পরে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে এবং আরো ২৭ জন আহত হয়েছে।

ওই হামলায় বেশ কিছু ভবন এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি গাড়িতে বিস্ফোরক ছিল। অপরদিকে, ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জনই বেসামরিক।

ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে ৩৩ জন আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিস্ফোরণ,সিরিয়া,গাড়িবোমা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close