reporterঅনলাইন ডেস্ক
  ১৪ নভেম্বর, ২০১৯

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

ফিলিস্তিনের গাজায় ফের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনি একটি পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে চালানো এ হামলায় নিহত সবাই বেসামরিক।

এদের নিয়ে গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩২ জনে দাঁড়ালো। নিহতদের এক তৃতীয়াংশই বেসামরিক বলে গাজার মেডিকেল কর্মকর্তারা জানিয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী গাজার দায়ির আল বালাহ এলাকায় চালানো এ হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইসরায়েল-গাজা পাল্টাপাল্টি গোলাবর্ষণ অব্যাহত থাকার মধ্যেই হামলাটি চালায় ইসরায়েল। কট্টরপন্থি ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদ অস্ত্রবিরতির প্রস্তাব দেওয়া সত্ত্বেও তা আমলে নেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

মঙ্গলবার ভোররাতে ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর ইসরায়েলে রকেট হামলা শুরু করে ফিলিস্তিনি গোষ্ঠীটির যোদ্ধারা। পাল্টা হামলা চালিয়ে ইসরায়েল এর জবাব দেয়।

দায়ির আল বালাহের হামলায় নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছেন। হামলায় আরো ১২ জন আহত হয়েছেন বলে মেডিকেল কর্মকর্তারা জানিয়েছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হামলা,গাজা,ইসরায়েল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close