reporterঅনলাইন ডেস্ক
  ০৬ নভেম্বর, ২০১৯

জামিনে মুক্তি পেলেন মরিয়ম নওয়াজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা ও মুসলিম লীগ নেতা মরিয়ম নওয়াজ জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার তিনি মুক্তি পান।

মরিয়মের আইনজীবী প্রয়োজনীয় নির্দেশনা পূরণ করে আদালতে আবেদন করেন। আর এরপরই তাকে মুক্তি দেওয়া হয়।

সম্প্রতি সংকটাপন্ন অবস্থায় নওয়াজ শরিফকে হাসপাতালে ভর্তি করা হয়। এ প্রেক্ষিতে জামিন আবেদন করেন মরিয়ম নওয়াজ।

গত সোমবার চৌধুরী সুগার মিল মামলায় লাহোর হাইকোর্ট (এলএইচসি) মরিয়মের জামিন মঞ্জুর করে। সেদিন সরকারি কৌঁসুলিরা মরিয়ম নওয়াজের জামিন আবেদনের বিরোধিতা করেছিলেন।

এরআগে শারীরিকভাবে অসুস্থ নওয়াজ শরীফ হাসপাতালে চিকিৎসা নিতে অস্বীকৃতি জানানোয় তাকে নিজ বাড়িতে ফেরার অনুমতি দেয় দেশটির আদালত। সেখানে তার জন্য আইসিইউসহ বিশেষ মেডিক্যাল ব্যবস্থা তৈরি করা হয়েছে।

মূলত নওয়াজ শরীফকে বাসায় ফেরার অনুমতি দেয়ার কয়েক ঘণ্টা পর তার কন্যা মরিয়ম নওয়াজকেও জামিনে মুক্তি দেয়া হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মরিয়ম নওয়াজ,পাকিস্তান,জামিনে মুক্ত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close