reporterঅনলাইন ডেস্ক
  ০৬ নভেম্বর, ২০১৯

বাগদাদে ২৪ ঘন্টায় ১৩ বিক্ষোভকারী নিহত

ইরাকের রাজধানী বাগদাদে সরকার বিরোধী বিক্ষোভ-মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৩ জন নিহত হয়েছে।

সোমবার দিনের বেলায় বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮ জনের মৃত্যুর পর মঙ্গলবার ভোররাতের দিকে নিহত হয়েছে আরো ৫ জন।

কর্মসংস্থান সংকট দূর করা, সরকারের দুর্নীতি বন্ধসহ সরকারি সেবার মান বাড়ানোর দাবিতে গত ১ অক্টোবর থেকে বাগদাদে মানুষের আন্দোলন-বিক্ষোভ তীব্র হচ্ছে।

গত শনিবারের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে এক বিক্ষোভকারী নিহত ও ৯১ জন আহত হওয়ার পর আন্দোলনে তীব্রতা বেড়েছে।

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত আড়াইশর বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইরাক,বাগদাদ,সরকারবিরোধী বিক্ষোভ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close