reporterঅনলাইন ডেস্ক
  ২১ অক্টোবর, ২০১৯

কঙ্গোতে বাস উল্টে আগুন লেগে নিহত ৩০

কঙ্গোতে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, দেশটির স্থানীয় সময় রোববার রাত ১ টা নাগাদ রাজধানী কিনশাসা পৌঁছনোর পথে যাত্রীবোঝাই বাসটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপরই বাসে ভয়াবহ আগুন লাগে।

রেড ক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা এএফপিকে জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে অন্তত ১০০ জন যাত্রী ছিলেন। এই মুহূর্তে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩০ জন। এছাড়া ১৮ জন যাত্রীর শরীর থার্ড-ডিগ্রি দগ্ধ হওয়ার ফলে গভীর ক্ষত তৈরি হয়েছে।

তিনি আরো জানান, এদিন লুফু থেকে কিনশাসা যাওয়ার পথে যাত্রী ও মালপত্র ঠাসা বাসটি আচমকা যান্ত্রিক বিভ্রাটের শিকার হয়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে পাশের নীচু জমির উপর গড়িয়ে পড়ে। এরপর হঠাৎ আগুন ধরে যায়।

ডেভিড সিয়ালা বলেন, মৃতদেহগুলি শনাক্ত করার কাজ চলেছে। তবে বেশকিছু দেহ এমনই পুড়ে গিয়েছে যে, তাদের পরিচয় উদ্ধার করতে সমস্যা হচ্ছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কঙ্গো,বাস দুর্ঘটনা,সড়ক দুর্ঘটনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close