পার্থ মুখোপাধ্যায়

  ১১ সেপ্টেম্বর, ২০১৯

চন্দ্রযান : চন্দন-মধু দিয়ে মন্দিরে পুজো

অরবিটারে দেখা গেছে চন্দ্রযানের ল্যান্ডারের ছবি, কিন্তু এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এর মধ্যেই চন্দ্রযানের সাফল্যের জন্য রীতিমতো আচার-নিষ্ঠা মেনে পুজো শুরু হয়েছে ল্যান্ডার বিক্রমের জন্য।

মিরাকলের আশায় চাঁদের দেবতাকে পুজো করছেন ভক্তরা। যাতে দ্রুত বিক্রমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়, তার জন্য চাঁদের দেবতা, চন্দ্রের মন্দিরে শুরু হয়েছে পুজো।

প্রার্থনার প্রথম ধাপ হলো অভিষেকম। সেই পুজোয় লাগে মধু-চন্দন ইত্যাদি। নবগ্রহের নটি মন্দিরের মধ্যে অন্যতম শ্রী কৈলাসানাথর মন্দির। সেখানে চন্দ্র দেবতার একটি ছোট মন্দির রয়েছে, তাতেই চলছে পুজো।

মন্দিরের ম্যানেজার বলেছেন, যদি চন্দ্রের দেবতা কোনোভাবে যোগাযোগ করিয়ে দিতে পারেন, তার জন্যই চলছে পূজা। পুজোয় অংশ নিয়েছেন বহু ভক্ত। প্রথম চন্দ্রযানের আগেও এইভাবে যজ্ঞ হয়েছিল এই মন্দিরে।

এদিকে, মঙ্গলবার ইসরোর পক্ষ থেকে চন্দ্রযানের সেই ল্যান্ডারের অবস্থান নিয়ে বিবৃতি দেওয়া হয় টুইটারে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ল্যান্ডার,চন্দ্রযান,পুজো
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close