reporterঅনলাইন ডেস্ক
  ২৫ আগস্ট, ২০১৯

ডেনমার্কের প্রধানমন্ত্রী চমৎকার নারী : ট্রাম্প

এবারও অল্প সময়ের ব্যবধানে মত পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেদেরিকসেনকে ‘ন্যাস্টি,’ সোজা বাংলায় ‘জঘন্য’ বলেছিলেন, দুদিন পর শুক্রবার তাকেই ‘চমৎকার নারী’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

ফ্রান্সে আয়োজিত জি-৭ সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমাদের চমৎকার আলাপ হয়েছে।...ডেনমার্কের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। পরে আলাপের ব্যাপারে আমরা সম্মত হয়েছি। তিনি খুব চমৎকার। তিনি কল দিয়েছিলেন। আমি এটিকে খুব ভালোভাবে নিয়েছি।

দুই সপ্তাহের মধ্যে ট্রাম্পের ডেনমার্ক সফরে যাওয়ার কথা চূড়ান্ত ছিল। এর আগ দিয়ে ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার ইচ্ছার বিষয়টি সামনে আসে। সোমবার গ্রিনল্যান্ড বিক্রির প্রশ্নটি ডেনমার্কের প্রধানমন্ত্রী হেসে উড়িয়ে দিয়ে বললেন, এ এক অবাস্তব প্রস্তাব। ড্যানিশ প্রধানমন্ত্রীর মন্তব্য শুনে ট্রাম্প এক টুইটে ঘোষণা করলেন, এমন বক্তব্যের পর তিনি আর সে দেশ সফরে যাচ্ছেন না। বুধবার গ্রিনল্যান্ড নিয়ে প্রশ্ন উঠলে ট্রাম্প নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে বলেন, ডেনমার্কের প্রধানমন্ত্রী খুবই ন্যাস্টি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডেনমার্কের প্রধানমন্ত্রী,ডোনাল্ড ট্রাম্প,নারী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close