কলকাতা প্রতিনিধি

  ২৩ আগস্ট, ২০১৯

সাবেক মন্ত্রী চিদাম্বরমের গ্রেফতারিতে স্থগিতাদেশ

সুপ্রিম কোর্টে কিছুটা হলেও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের স্বস্তি মিলেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে তার গ্রেফতারিতে শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন শীর্ষ আদালত। এর অর্থ, সোমবার পরবর্তী শুনানি পর্যন্ত এই রক্ষাকবচ পেলেন পি চিদম্বরম। আপাতত চিদাম্বরমের সিবিআই হেফাজতে রয়েছেন।

আইএনএক্স মিডিয়া মামলায় মঙ্গলবারই দিল্লি হাইকোর্ট চিদাম্বরমের আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কপিল সিব্বল, অভিষেক মনু সিঙ্ঘভির মতো কংগ্রেস শিবিরের আইনজীবীরা।

কিন্তু সেদিন শুনানি হয়নি, পরের দিন শুনানির জন্য মামলাটি বিচারপতি এন ভি রমানার এজলাশে ওঠে। কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত না নিয়েই মামলা পাঠিয়ে দেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর কাছে। প্রধান বিচারপতি সে সময় অযোধ্যা মামলার শুনানিতে ব্যস্ত ছিলেন। তাই ওই দিনও শুনানি হয়নি। শুনানির দিন ধার্য হয় শুক্রবার।

সেই শুনানিতেই, ইডির হাতে, চিদাম্বরমের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি আর ভানুমতি এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পি চিদাম্বরম,স্থগিতাদেশ,ভারত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close