পার্থ মুখোপাধ্যায়, কলকাতা

  ১৯ আগস্ট, ২০১৯

ভারতে কিশোরী ধর্ষণ তদন্তে সিবিআই আরো সময় পেল

ভারতের উত্তর প্রদেশের উন্নাওয়ে এক ধর্ষিতা কিশোরীর গাড়ি দুর্ঘটনার বিষয়ে তদন্ত শেষ করতে সিবিআইকে আরো দুই সপ্তাহ সময় দিয়েছেন সুপ্রিম কোর্ট।

চিকিৎসা খরচের জন্য যোগী আদিত্যনাথের সরকারকে ধর্ষিতার আইনজীবীকে ১০ লাখ টাকা অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন দেশের শীর্ষ আদালত। ধর্ষিতা ও তার আইনজীবীর বয়ান এখনো রেকর্ড করা সম্ভব হয়নি বলে শীর্ষ আদালতের কাছে আরো ৪ সপ্তাহ সময় চেয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সিবিআই আদালতকে জানিয়েছে, এখনো হাসপাতালে চিকিৎসাধীন আইনজীবীর অবস্থা সংকটজনক, তিনি এখনো জবানবন্দি দেওয়ার অবস্থায় নেই। এরই পরিপ্রেক্ষিতে সিবিআইকে এই মামলার তদন্ত শেষ করার জন্য আরো দুই সপ্তাহ সময় দিয়েছেন সুপ্রিম কোর্ট।

পাশাপাশি, উন্নাওয়ের পরিবারকে এই ঘটনায় সংবাদমাধ্যমের সামনে মুখ না খোলারও নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

অন্যদিকে এখনো হাসপাতালে ভর্তি উন্নাওয়ের দলবদ্ধ ধর্ষিতা। দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের রায়রেলিতে তার গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে একটি ট্রাক। তিনি ছাড়াও গাড়ির আরো দুই আরোহী তার মা, কাকিমা ও আইনজীবী মহেন্দ্র সিং গুরুতর আহত হন। পরে কাকিমার মৃত্যু হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,কিশোরী ধর্ষণ,সিবিআই
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close