reporterঅনলাইন ডেস্ক
  ০৯ আগস্ট, ২০১৯

ভারতের সঙ্গে শেষ রেল যোগাযোগ বন্ধ করলো পাকিস্তান

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ইস্যুতে পাকিস্তান-ভারতের মধ্যকার সম্পর্ক অবনতি হচ্ছে। এবার ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত ‘থর এক্সপ্রেস’ ট্রেনটির চলাচল বাতিল করেছে পাকিস্তান। এর আগে ‘সমঝোতা একপ্রেস’ ট্রেনটি বাতিল করেছিল পাকিস্তান।

শুক্রবার থর এক্সপ্রেস বাতিল করার কথা ঘোষণা করে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ জানান, যোধপুর থেকে করাচিগামী থর এক্সপ্রেসের চলাচল বন্ধ করে দিচ্ছে পাকিস্তান।

পাকিস্তানের খোকরাপার থেকে ভারতের মোনাবাও পর্যন্ত যাতায়াত করতো ট্রেনটি। ভারতের সঙ্গে সংযোগরক্ষাকারী শেষ ট্রেন ছিল এটি।

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, আমি যতক্ষণ রেলমন্ত্রী আছি ততক্ষণ ভারত-পাকিস্তানের মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না। আমরা থর এক্সপ্রেসও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।

গত ৫ আগস্ট মোদি সরকার কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদা বাতিল এবং কাশ্মীরকে দুইভাগ করে কেন্দ্রের শাসনে নিয়ে আসার প্রতিক্রিয়া এমন সিদ্ধান্ত নিল পাকিস্তান। এর আগে গত ৬ আগস্ট নয়াদিল্লি থেকে লাহোরগামী সমঝোতা এক্সপ্রেস বাতিল করে পাকিস্তান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রেন চলাচল,থর এক্সপ্রেস,জম্মু-কাশ্মীর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close