কলকাতা প্রতিনিধি

  ০৮ আগস্ট, ২০১৯

কাশ্মীর ইস্যু

রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছেন মেহবুবা মুফতির সদস্যরা

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তার দলের দুই সদস্যকে রাজ্যসভা থেকে ইস্তফা দিতে বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় ৩৭০ ধারা বাতিলের বিল পেশ করার পরই পিপলস ডেমোক্রেটিক পার্টির দুই সদস্য মীর ফয়াজ এবং নাজির আহমেদ লাওয়ে রাজ্যসভায় দাঁড়িয়ে ছিঁড়ে ফেলেন সংবিধানের কপি।

ফয়াজ অবশ্য জানিয়েছেন, তারা নিজেরাই ইস্তফা দেওয়ার কথা ভাবছিলেন। অপেক্ষা করছিলেন পিডিপি নেতাদের সঙ্গে কথা বলার। টেলিফোন ব্যবস্থা খারাপ থাকায় তারা জম্মু-কাশ্মীরের কোনো নেতা-নেত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, তাই চূড়ান্ত সিদ্ধান্তও নিতে পারছেন না।

অন্যদিকে, বিজেপির সঙ্গে জোট করে একসময় জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মেহবুবা মুফতি। কিন্তু গত বছর জুনে সেই জোট ভেঙে যায়, সরকারের পতন হয়। ৪ আগস্ট রোববার রাত থেকেই গৃহবন্দি করে রাখা হয়েছিল মেহবুবা মুফতিকে। আর সোমবারই রাজ্যসভায় ঘোষণা করা হয়েছিল জম্মু-কাশ্মীরসংক্রান্ত ৩৭০ ধারার আর কোনো অস্তিত্ব থাকবে না। এমনকি লাদাখের থেকে আলাদা হয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হবে জম্মু-কাশ্মীর।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাশ্মীর,মেহবুবা মুফতি,রাজ্যসভা,ইস্তফা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close